রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩টন চিনি উধাওয়ের ঘটনায় শিল্পমন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত ৫জুন গঠিত শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়ের নেতৃত্বাধীন ৫সদস্যের তদন্ত দল রোববার রাতে কুষ্টিয়া চিনিকলে পৌছায়। আজ সোমবার সকাল থেকেই তদন্ত দল তাদের কার্যক্রম শুরু করে। চিনি উধাওয়ের ঘটনায় কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বক্তব্য নেয়া হয়। দিনব্যাপী তদন্তের বিকেল পর্যন্ত প্রায় ১০জনের বক্তব্য নেয়া হয়। তবে দীর্ঘ সময় ধরে চলা তদন্তে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে কিনা তা জানা যায়নি।
কমিটির প্রধান শিবনাথ রায় জানান তদন্তের স্বার্থে কোন কিছুই প্রকাশ্য করা যাচ্ছেনা। তদন্ত কমিটির ৫সদস্য ছাড়াও এসময় কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খানসহঅন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে প্রায় ৫৩টন চিনি উধাওয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাৎক্ষনিক স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি।