ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মওলাহাবাসপুর শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিনি পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর শ্রমিক ছিলেন।
ভেড়ামারা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে মকবুল হোসেন পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কর্মস্থলে যাচ্ছিলেন। ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকবুল হোসেন রাস্তায় ছিটকে পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।