ঈশ^রদী (পাবনা) সংবাদপ্রতিনিধি : ঈশ্বরদী ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (২৩) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর (ইলেকট্রিশিয়ান) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাকিল হোসেন সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। বুধবার (৯ জুন) ইপিজেডের স্টিলা হেয়ার কোম্পানীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীর স্টোর রুমে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পষ্ট হয়ে শাকিল গুরুতর আহত হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি মোঃ আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাকিলের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।