আমিন হাসান, কুষ্টিয়া : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়ায় অবস্থিত মডেল মসজিদটিও উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনীতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।