1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় সকল যানবাহন শহরে প্রবেশের বিধিনিষেধ, বসছে চেকপোষ্ট

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫১৫ বার নিউজটি পড়া হয়েছে

অন্তর, কুষ্টিয়া : সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে বিধি-নিষেধ মাণ্য করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও মানুষকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। বিশেষ বিধি-নিষেধ মাণ্য করাতে কুষ্টিয়া শহরের প্রবেশ দ্বারগুলোতে চেক পোস্টে বাঁশ বাঁধা হয়েছে। শহরের মধ্যদিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস চলছে বাইপাস সড়ক হয়ে এবং ছোট ছোট যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অযথা মানুষের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করছে পুলিশ।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কুষ্টিয়া শহরে র‌্যালি করেছে জেলা পুলিশ। বেলা সাড়ে ১০টায় পুলিশ লাইন্স এর সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক এন এস রোড ঘুরে আসে। এছাড়াও জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটদের কয়েকটি দল দিন-রাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কিন্তু এসব কোন উদ্যোগই কাজে আসছে না। মানুষ স্বাস্থ্য বিধি মানছেন না। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২৯৫ নমুনায় নতুন ৪৪ জনের করোনা সনাক্ত হয়েছে। হার ১৫ শতাংশ। এসময়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।
এ সময় জেলা পুলিশ সুপার খাইরুল আলম জানান ১) বারখাদা ত্রিমোহনী মোড় ২) বটতৈল মোড় ৩) লাহিনী বটতৈল মোড়
৪) মোল্লাতেঘরিয়া মোড় ৫) মিলপাড়া রেলক্রসিং ৬) হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত ৭) জগতি রেল বাজার চেকপোস্ট।
করোনা কালে সাময়িক সময়ের জন্য উল্লেক্ষিত চেকপোস্ট ডিউটি গুলো থ্রি হুইলারসহ সকল যানবাহন শহরে প্রবেশের বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিত করতে কাজ করবে। পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া শহরে চলমান এই বিধিনিষেধ মান্য করে পুলিশকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!