আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের কাষ্টমমোড়ে একটি ভাড়াবাসায় দূবৃত্তের গুলিতে মা ও ছেলেসহ তিন জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় কাষ্টম মোড়ের এক বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার নিচে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহতরা হলো, আসমা খাতুন (২৫) ও তার ছেলে শিশু রবিন (৭) এবং সাকিল খান (২৮) বলে জানা গেছে। সাকিলের বাড়ি কুমারখালী উপজেলার চাপড়ার কারগরপাড়া। নিহত আসমা ওই বাসায় ভাড়া থাকতো।
প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা সাড়ে ১১টায় এক যুবক বাসার নিচে শিশুর উপর গুলি চালায়। এরপর সিড়ি দিয়ে উপরে উঠে যান ওই যুবক। এরপর পর পর দুইটি গুলির শব্দ পাওয়া যায়। গুলি করা যুবক নিচে এসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন। পরে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যায়।
স্থানীয়দের ও পুলিশের ধারনা, পরোকিয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। গুলি চালানো অভিযুক্ত আটককৃত যুবকের সাথে নিহত নারীর পরোকিয়া সম্পর্ক ছিলো। সেই বিরোধে এই ঘটনা ঘটে থাকতে পারে।