খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুর মোড়াগাছা গ্রামে পুকুর থেকে চুরি করে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন(৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জসিম উদ্দিন একই গ্রামেরর রওশন আলীর ছেলে ।
জসিমের ভাই কারশেদ উদ্দিন জানান, গেল রাতে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর পুকুরে গোপনে মাছ ধরতে যায় জসিম। টের পেয়ে তাকে ধরে চেয়ারম্যান ও তার ছেলেরা মিলে পেটায়। আহত অবস্থায় অজ্ঞাত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান, তার লোকজন আত্মগোপন করেছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল জানান, ওই যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, কি কারণে হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।