1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২০১ বার নিউজটি পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি, কুষ্টিয়া : করোনা সংক্রোমণ ঠেকাতে আজ থেকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় ৭ কঠোর বিধিনিষেধ শুরু হলো। যানবাহন, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গেল রাতে উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ জারি করেন। এদিকে, কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে ২৭.৮৬ শতাংশ। এছাড়াও আরো ১ জনের মৃত্যুসহ এ পর্যন্ত জেলায় ১৩৬ জন করোনা রোগীর মৃত্যু হলো।
গত ১০ দিনে এখানে ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৯ দিনেই এখানে মারা গেছে ১৭ জন। এ পর্যন্ত ৫ হাজার ৯শ’ ৭জন করোনায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে সদরেই ৩ হাজার ৫শ’ ৯ জন। মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে সদরেই ৮০ জন।
এদিকে, কুষ্টিয়া পৌরসভায় চলমান ৭ দিনের কঠোর বিধি নিষেধ’র আজ ৬ষ্ট দিনও অনেকটা ব্যর্থ। সবধরনের যানবাহন চলাচল ও রেষ্টুরেন্ট বন্ধ থাকার কথা থাকলেও এগুলো স্বাভাবিকভাবেই চলছে। নিয়ন্ত্রন করা যায়নি মানুষের চলাচল। স্বাস্থবিধি মানছে না মানুষ।
পুলিশ শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাশঁ বেধে চলাচল নিয়ন্ত্রন করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x