আরাফাত হোসেন, কুষ্টিয়া : আমদানী করা পচা গম মিশিয়ে কুষ্টিয়ায় উৎপাদনে আটা-ময়দা এবং পচা গমের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মিডিয়াতে সংবাদ প্রচার হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে বড় ষ্টেশন সংলগ্ন কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময়ে ওয়েষ্টটেজ ও ডাস্ট প্রোডাক্ট থাকায় উক্ত মিলের সকল প্রোডাকশন ও উৎপাদনের কার্যক্রম বন্ধ ঘোষনা নির্দেশ প্রদান করেন। উক্ত অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন কুষ্টিয়া সিআরপি ফ্লাওয়ার মিলে বৃষ্টি কারণে ওয়েষ্টটেজ প্রোডাক পাওয়া যায়। উক্ত ওয়েষ্টটেজ প্রোডাক্ট সরিয়ে ফেলা ও ধ্বংস করা হবে। যতক্ষণ পর্যন্ত এই ওয়েষ্টটেজ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ থাকবে। নিয়ন্ত্রণকারীর বিএসটিআই কর্তৃপক্ষের কর্মকর্তারা আসার পরে পরবর্তীতে এই উৎপাদনের কার্যক্রম করতে পারবেন বলে তিনি সাংবাদিকদের জানান।