ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়টির মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা। আজ সকাল ১০ টার সময় দপ্তরসহ প্রশাসনিক ভবনের নিচ তলার একাংশ দাড়িয়ে আন্দোলন শুরু করেন প্রায় শতাধিক কর্মচারী।
এ সময় মাস্টাররোল কর্মচারীরা আন্দোলনে বলেন, “ দীর্ঘদিন ধরে তারা ইসলামী বিশ^বিদ্যালয়ে সার্ভিস দিয়ে আসছি। ২০/২৫ বছর যাবৎ অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। সাবেক উপাচার্য থাকালীন সময়ে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারা এখনও আশ্বাসের কোনো বাস্তবায়ন দেখিনি। এখন আন্দোলনকারীদের একটাই দাবি নীতিমালা প্রণয়ন করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে আন্দোলনকারীরা জানান।