1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জুয়া খেলোয়ার আটক-০৬

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২০১ বার নিউজটি পড়া হয়েছে

আমিন হাসান, কুষ্টিয়া : র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল সময় রাত ২২.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হররা গ্রামস্থ ধৃত আসামী মঈনুল ইসলাম এর বসত বাড়ির পুর্ব দুয়ারী টিনের ঘরের ভিতর” একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুই বান্ডিল তাস, ও নগদ ছাব্বিশ হাজার দুইশত টাকা সহ ০৬ জনকে আটক করেছে র‌্যাব-১২
আটককৃত হলেন : ১। ইমরান হোসেন (৩০), পিতা-সাদ আহমেদ, ২। মোঃ শাকিল আহমেদ (১৯), পিতা-মোহাম্মদ আলী, ৩। মোঃ রুবেল আলী (২৬), পিতা-মোঃ কামাল হোসেন, ৪। মোঃ ইমরান হোসেন (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, ৫। মোঃ শাকিল হোসেন (২০), পিতা-আব্দুল মাজেদ, ৬। মোঃ মঈনুল ইসলাম (২৬), পিতা- মোঃ লিয়াকত আলী, সর্ব সাং-হররা , থানা- সদর, জেলা-কুষ্টিয়া’দের গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x