আরিফ, কুষ্টিয়া: করোনা সংক্রমন প্রতিরোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় টানা ৯ম দিনের মতো লকডাউন চলছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৩ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৯জনের মৃত্যু হয়েছে।
জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার। এরপরেও কোন মানুষ কিন্তু ঘড়ে থাকতে চাচ্ছে না। বিভিন্ন অজুহাতে তারা গ্রাম থেকে শহরে আসছে। আর লকডাউন কার্যকর করতে পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে বাঁশ বেধে চেকপোস্ট বসিয়ে শহরমূখী মানুষকে ঠেকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃতে ভ্রাম্যমান আদালত সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৩১জনের কাছ থেকে ২৩হাজার ৩শত টাকা জরিমানা আদায় করার পাশাপাশি ১জনকে কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমন প্রতিরোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০জুন মধ্যেরাত থেকে শুরু হওয়া ৭দিনের কঠোর লকডাউন ১লা জুলাই পর্যন্ত বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।