কুমারখালী প্রতিনিধি : কুমারখালী উপজেলার প্রথম দিনে লকডাউনে দুই মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
(১) জুলাই বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসমীম এই সময় তিনি কুমারখালী মাছ বাজারে নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় দুই মামলায় জরিমানা ও সতর্ক করেন ।
দেশ জুড়ে নতুন করে এক সপ্তাহের লকডাউনের কুমারখালী তে প্রথম দিন ব্যাপক কড়াকাড়ির মধ্যে পার হয়েছে। ভোর থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কঠোর নজরদারি ছিল। সকালের দিকে কিছু মানুষের উপস্থিতি ছিল থাকলেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কমতে থাকে। বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ।
এদিকে লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বাজারের ওষুধের দোকান ব্যতীত প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই ছিল বন্ধ।