অন্তর, কুষ্টিয়া : করোনা সংক্রমন প্রতিরোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় কঠোর লকডাউন চলছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে সর্বোচ্চ ৩২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৯ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৯জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমন আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশব্যপী ৭দিনের কঠোর লকডাউন শুরু হলেও কুষ্টিয়ায় গত ২০জুন মধ্যেরাত থেকে ১লা জুলাই ভোর ৬টা পর্যন্ত কঠোর লকডাউন চলছিল।