আমিন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় টানা ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গেল ২৪ ঘন্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। আরো ৭ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ২১৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘন্টায় ৮১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, দুইশ’ বেডে দুইশ’ চার জন রোগী ভর্তি রয়েছে। অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশীম খাচ্ছেন কৃর্তপক্ষ।
গতকাল থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের আজ দ্বিতীয় দিন। এই লকডাউন বাস্তবায়নে সকাল থেকে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। অযথা বাইরে রেব হলে ও স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালত তাদেরকে জরিমানার আওতায় আনছেন। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছেন।