মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মুসলিম ছেলেদের সহায়তায় দাফন,পালালেন লাশের স্বজনরা । কোভিভ-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকার (৭০) আজ রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি করানো ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। গত রাতে মারা গেলে তার পরিবার লাশটি নিয়ে এসে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে দেয়। স্থানীয় শ্মশান কর্তৃপক্ষ চাবি রেখে চলে গেলেও আত্মীয় স্বজন কেউ শেষকৃত্য না করায় স্থানীয় যুবক সুমন খান,সলেমান,রাজিব,রুবেলদের সহায়তায় তার মরদেহটি কুষ্টিয়ার মিরপুর পৌর মহা শ্বশানে সমাহিত/দাফন করেন বলে জানা গেছে। তার পরিবারের দুই ছেলে সহ স্ত্রী করোনা পজেটিভ বলে জানা যায়।