আরাফাত হোসেন, কুষ্টিয়া : সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ঘন্টায় ১৯জনের মৃত্যু হয়েছে। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ নিয়ে ১৩জন ও করোনা উপসর্গ নিয়ে ৬জন মোট ১৯জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারনে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, কুষ্টিয়া ২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৭৩ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে ২শজন করোনা পজেটিভ ও ৭৩জনের করোনা উপসর্গ রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় ৬০৯ জনের নমুনা পরিক্ষা করে ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।
বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের আজ ৪র্থ দিন। এই লকডাউন বাস্তবায়নে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। শনিবার দিনব্যপী সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৪৪জনের কাছ থেকে ৬৩হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছেন।