আমিন, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল গতকাল সন্ধ্যায় পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এর সামনে মাদক অভিযান পরিচালনা করাকালীন সময়ে পেথিডিন ইঞ্জেকশন-২৭ পিচসহ ০২ জন আটক করে র্যাব-১২। আটকৃত হলেন কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের সামনে ঈদগাঁপাড়া জনৈক আব্দুস সাত্তার এর বাড়ীর ভাড়াটিয়া মৃত-আব্দুল জলিল হাওলাদারে ছেলে শাহাদাৎ হোসেন (৫২), খররা এলাকার মৃত তফেল উদ্দিন শেখের ছেলে মিরাজ আলী (৩২)।
এ সময় মেজর কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান তাজা সংবাদকে বলেন তাদেরকে গ্রেফতারের পর উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার আহবান জানান তিনি।