উজ্জল,কুষ্টিয়া : প্রবাসী জয় নেহাল এর আর্থায়নে জেনারেশনএর সার্বিক সহযোগিতায় ভ্যান চালক, রিক্সা চালক ও কর্মহীন মানুষের মধ্যে ৮০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। আজ বিকালে কান্তিনগর বোয়ালদাহ হাটশ হরিপুর এলাকায় এ খাদ্য বিতরণ করা হয়। এ সময় জেনারেশন ২০২০ এর কর্মী আসিফ ইকবাল( আহবায়ক), রোকনুজ্জামান রুমন( যুগ্ন আহবায়ক)আশিকুর রহমান শিমুল (যুগ্ন আহবায়ক) সদস্য রবিউল ইসলাম রবি (সদস্য)আব্দুল্লাহ আল নাইম (সদস্য) আনিচুর রহমান (সদস্য) রাকিবুল ইসলাম (সদস্য) ছামাদুর রহমান চয়ন(সদস্য) জীবন হোসেন (সদস্য) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সংগঠনটি প্রতিবছরে গরীবদের মাঝে এগিয়ে আসেন বলে জানা যায়।