আরাফাত হোসেন, কুষ্টিয়া : কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও সীমান্তবর্তি জেলা কুষ্টিয়ার করোনা সংক্রোমণ আশংখাজনক হারে বেড়েই চলেছে। জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে জায়গা নেই। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় আরো ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোন ইউনিটের সেবিকা ইনচার্জ (স্টাফ নার্স) দীপ্তি রানী।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ১২২১ জনের নমুনা পরিক্ষা করে ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ।
চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা।
এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।