আরিফ ইসলাম, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী কয়া ইউনিয়নে তৌকির মালিথা (২৫) নামে একজনকে ছুরি আঘাত করে খুন করেছেন বন্ধু। আজ সন্ধ্যার দিকে কয়া ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মালিথাপাড়া এলাকার বাবুল মালিথার ছেলে তৌকির মালিথা। এ বিষয়ে কুমারখালী থানা পুলিশ দুইজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায় তৌকির মালিথার সাথে ঘনিষ্ট বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে বিপ্লবের সাথে। এ সম্পর্কে কেন্দ্র টাকা পয়সা লেন দেন শুরূ হয় বেশ কিছুদিন ধরে এবং কিছুদিন অতিবাহিত হওয়ার পরে টাকা পয়সাকে কেন্দ্র করে বিপ্লবের সাথে তৌকির কথাকাটা শুরু হয়। এরই এক পর্যায়ে আজ কয়া ব্রীজ ঘাট এলাকায় বিপ্লব ছুরি বের করে তৌকির এলোপাতারী ভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে তৌকির মালিথা মারা যায়। পরে স্থানীয়রা কুমারখালী থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে নারীসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন একই এলাকার আজবার আলীর ছেলে বিপ্লব ও তার বোন জোতিৎ খাতুন। মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন তাজা সংবাদকে এবং তিনি জানান তৌকির মালিথা হত্যার কয়েক ঘন্টার মধ্যে তারা দুইজনকে আটক করেছে বলে তিনি জানান।