উজ্জ্বল, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক তরুনীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকাল ৪ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ভাঙ্গা বটতলার কাছে একটি ভুট্টা ক্ষেত থেকে ঐ তরুনীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুনী মিরপুর পৌর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সুত্রে জানা যায় গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার পর থেকে ঐ তরুনীকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।