আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দেশী পাইপ গানসহ শাহাজুল ইসলাম (৪৫) নামে একজন আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে দৌলতপুর উপজেলার কল্যানপুর এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করার সময়ে এ ঘটনা ঘটে। আটক কৃত হচ্ছেন দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে শাহাজুল ইসলাম।
এ বিষয়ে পুলিশ সুপার খাইরুল আলম তাজা সংবাদকে জানান এসআই(নিঃ)/এসআই(নিঃ)/মোঃ কায়েস মিয়া, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা হয়। আটকৃত এর বসতঘর তল্লাশীকালে এক পর্যায়ে শাহাজুল ইসলাম তার নিজ হাতে টিনসেট ঘরের ষ্টীলের ড্রামের মধ্যে হইতে একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী পাইপগান বাহির করে দেওয়ার মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন এবং শাহাজুল ইসলাম অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে আটক করেন । এ বিষয়ে মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।