উজ্জ্বল হোসেন, কুষ্টিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে গণপূর্ত অধিদপ্তর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম। এসময় জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলন পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। এ সময় সেখানে ছিলেন, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কুষ্টিয়ার সভাপতি জিল্লুর রহমান,গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান,গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।