আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার খাজানগরে ধানচালের মোকামে মোটা চাল ৪০ থেকে ৪১ আর মিনিকেট ৫৫ থেকে ৫৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভালমানের সুপার মিনিকেট মিলগেটে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৫৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ রাজধানীতে মোটা চাল ৫০ এবং সরু চাল ৬৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। রাজধানীর এই দাম অস্বাভাবিক বলছেন কুষ্টিয়ার মিল মালিকরা।
মিল মালিকরা বলছেন, এবার বোরো মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি থাকায় চালের দামও বেশি। এখন সরু ধান কিনতে হচ্ছে ১৩৫০ ধেতে ১৪০০ টাকা মন। তবে গত ২ দিনে এখানে চালের দাম পড়তির দিকে। ওর্ডারও কমে গেছে। যেখানে ৩০০ ট্রাক করে চাল যেতো খাজানগর থেকে সেখানে এখন যাচ্ছে ১০০ ট্রাক করে।