1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক-২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮৪৫ বার নিউজটি পড়া হয়েছে

আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ইয়াবা ও ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ আব্দুল আল মামুন (৪০) ও সোহেল রানা নামে দুইজন আটক করেছে পুলিশ। আজ সকালে চৌড়হাস ফুলতলা এলাকায় থেকে তাদের দুজনকে আটক করে মডেল থানা পুলিশ। আটকৃত হলেন চৌড়হাস ফুলতলার আব্দুল খালেক মাষ্টারের ছেলে আব্দুল আল মামুন ও হাটশ হরিপুর এলাকার মেজবার বিশ্বাসের ছেলে সোহেল রানা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তারা দুজন খুব চালাক হওয়ার কারণে ধরতে একটু সময় লেগেছে। তবে অপরাধ যেই করুক না কেন আইন তাদের ছাড় দেবে না।
কুষ্টিয়া মডেল থানার ওসি জানান পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় সহযোগিতায় এসআই(নিঃ) রুবেল হোসেন, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীদেরকে ধরতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে (৫০+২০)=৭০(সত্তর) পিচ হালকা গোলাপী রংয়ের অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ০১টি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ তাদের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!