উজ্জল, কুষ্টিয়া : কুষ্টিয়ার খাজানগর এলাকায় মোটর সাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালের দিকে এ ঘটনা ঘটে। সে পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে মারুফ।
স্থানীয় সূত্রে জানা যায় মারুফ হোসেন পোড়াদহ বাজারে মা গার্মেন্টস কর্মচারী ছিলেন। সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের মাল কেনার জন্য কুষ্টিয়া শহরে উদ্দেশ্যে রওনা হলে অপর দিকে বটতৈল মোড় থেকে অটোরিক্সা আসার পথে খাজানগর বাজার এলাকায় মোটর সাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক মারুফ ঘটনাস্থলে মারা যান এবং অটোরিক্সা চালককে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থলে পুলিশকে খবর দিলে মারুফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় কুষ্টিয়া মডেল থানার ওসি ছাবিরুল বিষয়টি নিশ্চিত করেছেন।