ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা হাডিং ব্রীজের গোল চত্বরে ট্রাক ও যাত্রীবাহিবাসের মুখোমুখি সংঘর্ষে বাবু নামে ট্রাক চালক একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন-৭। আজ (মঙ্গলবার) দুপুরে হাডিং ব্রীজের চত্বরে এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে