আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় প্রতিদিন অসহায় ও গরীবদের মেহনতি কাজ করার ছোট যানবাহন অটোরিক্সা বিভিন্ন জায়গায় থেকে চুরি ও হারিয়ে যাচ্ছে। ধোরা ছোয়ার নাগালে থাকতো না চোর চক্রের সদ্স্যরা। গতকাল রাতে জেলা পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশনায় এস আই সাহেব আলী ও এ এস আই আছাদ, এ এস আই শাহীনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধুরাপুর প্রিপুল কলেজের মাঠ থেকে তাদের চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন মিলপাড়া এলাকার রশিদ শেখের ছেলে মিরাজ শেখ (২৮), চর মিলপাড়া এলাকার রহিম কাজীর ছেলে রিয়াজ কাজী (২০), বাগোয়ান মধ্যপাড়া এলাকার উম্মত বিশ্বাসের ছেলে আফাজ শেখ (৪৩), মথুরাপুর এলাকার মৃত আমিরুল কারিগরের ছেলে প্রিন্স কারিগর (৪২)।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম জানান প্রতিদিন গরীব মানুষের অটোরিক্সা চুরি অভিযোগ পড়েছে অনেক। জেলা পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে তিনি জানান।