আমিন হাসান, কুষ্টিয়া: কুষ্টিয়া চৌড়হাস আদর্শপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ইমরান আহম্মেদ জয় (২০) নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠছে। আজ বিকালে কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তি ইমরান আহম্মেদ জয়কে স্থানীদের সহায়তা হাসপাতালে প্রেরণ করেন। তিনি সুস্থ্য হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে ইমরান আহম্মেদ জয় বলেন দুই মাস পূর্বে চৌড়হাস আদর্শপাড়া এলাকার কিনু (৩৫) নামে একজন পাঁচ হাজার টাকা কর্জ নেন। কর্জ টাকা এক মাসের মধ্যে ফেরত দিবে বলে কথা দেন। কর্জকৃত টাকা ফেরত দেবে না বলে বেশ কয়েকজনকে জানায়। আজ বিকালে চৌড়হাস বাস টার্মিনালের সামনে তার কিনুর দেখা পেলে তার কর্জকৃত টাকা ফেরত চান। কিনু টাকা দিবে বলে সাহেব আলী (৪০) সহ কয়েকজনকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে আনেন এবং তার উপর তর্কিতভাবে হামলা চালায় ও মারধর করে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিত ও জড়ো হতে থাকলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন বলে তিনি জানান। পরে স্থানীয়রা ইমরান আহম্মেদ জয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা প্রদান করেন। পরে ইমরান আহম্মেদ জয় সুস্থ হলে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়েন করেন।
এ বিষয়ে কিনুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন না।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাবিবরুল আলম জানান অভিযোগ পেলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।