এস,আর শরিফুল ইসলাম রতন, ললালমনিরহাট : লালমনিরহাটের কালীগন্জ উপজেলার কাশিরাম গ্রামের সাবেক সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের সংগঠক মরহুম করিম উদ্দিন আহমেদের সহধর্মিণী শামসুন্নাহার বেগমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল ৩ ঘটিকার সময় সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন এবং নিজেই তার মায়ের জানাজার নামাজ পড়ান সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহম্মেদ (এমপি) এছাড়াও জানাজায় অংশ নেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইয়া,রংপুর জেলা প্রশাসক আহসান হাবিব,লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ রবিউল ইসলাম, কালীগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান,সরকারি কর্মকর্তা ও কর্মচারি,জেলা ও উপজেলা আওয়ামীলিগ ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,আত্নীয়স্বজন,সুধীজন,জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্হানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়।উল্লেখ যে গত ১১ আগষ্ট ঢাকা সিএমএইচে নিবিড় পরিচর্যা ইউনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালি–রাজেউন)তিনি কোভিড- ১৯ আক্রান্ত ছিলেন।