অন্তর, কুষ্টিয়া : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজনে যথাযত মর্যায় দিবটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পু®পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ,পি বি আই, মুক্তিযোদ্ধা কমান্ড,কুষ্টিয়া সরকারি কলেজ, ইসলামিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এ সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুরালে ১১টায় পুষ্পস্তবক অর্পন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট আততায়ীদের হাতে নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।