মিরপুর প্রতিনিধি: গতকাল রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আব্দুর রাজ্জাক (৫০) নামের একজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। জানা গেছে, মিরপুর থানা পুলিশের এস.আই মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল আমলা বাজার থেকে আব্দুর রাজ্জাককে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে । আব্দুর রাজ্জাক দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় এলাকার সেকেন্দার আলীর ছেলে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তাফা জানান আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা দায়ের করেছেন যার নং-১৮।