1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ব্লাড রেমিট্যান্সের উদ্যোগে বিনামুল্যে মাস্ক বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার নিউজটি পড়া হয়েছে

আবির হাসান স্বাধীন: “মনের মধ্যে নাইকো ভয়,সচেতনতায় করব করোনা জয়” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কুষ্টিয়া অন্যতম প্রাণকেন্দ্র মোল্লাতেঘরিয়াতে অনুষ্ঠিত হল বিনামুল্যে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা মুলক কার্যক্রম। এই কার্যক্রম সরাসরি পরিচালনা করেন ব্লাড রেমিট্যান্স মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া নামক একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। এই সংগঠন খালি চোখে রক্তকেন্দ্রিক বিভিন্ন কাজে জড়িত বলে মনে হলেও আদতে এটি এলাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। আজ বৃহস্পতিবার সকালের দিকে মোল্লাতেঘরিয়া মোড়,স্কুল পাড়া,লেক নগর সহ বিভিন্ন জায়গায় ৪০০ এর অধিক মাস্ক বিতরন করেন সংগঠন এর সদস্যরা।একই সাথে তারা সচেতনতা বাড়ানোর জন্য হ্যান্ড মাইক ব্যবহার করে করোনা এবং করোনার টিকা বিষয়ক নানা তথ্য দেন। আজকে অত্র সংগঠনের উপদেষ্টা আসাদুল(মোল্লা) উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাহাত ইসলাম(পলাশ),সাধারণ সম্পাদক মিশুক,সাংগঠনিক সম্পাদক ইশরাক আহম্মেদ (ফাহিম), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃআসিফুর রহমান (ফাহিম) ছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ।
মাস্ক বিতরণের সময় বলেন তারা করোনার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। যতটুকু সম্ভব পাশে থেকে তাদের ভাল মন্দ খোজ রাখা ছাড়াও তাদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজের উচ্চবিত্ত মানুষেরা যদি এগিয়ে আসে সবাই যদি নিজ উদ্যোগে কাজ করে তবে আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!