আমিন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় শহরের চৌড়হাস এলাকায় র্যাবের অভিযানে অনুমোদনহীন শিশু খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী এবং চিপসের প্যাকেটের মধ্যে নকল টাকা খেলনা হিসেবে ব্যবহার করে বিক্রির অভিযোগে র্যাব-১২ এর সহযোগিতায় ৪ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল টাকা জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সকালে চৌড়হাস শাহপাড়া এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী -পরিচালক কাজী রাকিবুল হাসান।
অভিযান পরিচালনা শেষে কাজী রাকিবুল হাসান বলেন অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরী এবং চিপসের প্যাকেটের মধ্যে নকল টাকা খেলনা হিসেবে ব্যবহার করার অপরাধে মিতা স্পেশাল ফুড প্রোডাক্টসের মালিক মিঠুকে ১ লক্ষ টাকা, চৌড়হাস জগতী শাহ পাড়া, রাজ্জাক ভাজার ৩০ হাজার, মেসার্স শাহ ফুডের মালিককে ৫০ হাজার ও মেসার্স ফারুক ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় র্যাব-১২সহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।