অন্তর, কুষ্টিয়া: কুষ্টিয়া পোড়াদহ দোস্তপাড়ায় ট্রাকের ধাক্কায় সাকিল আহমেদ (২৩) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে পোড়াদহ আল বারাকাত রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে। সে শহরের বেলঘরিয়া এলাকার শাহ আলমের ছেলে সাকিল আহমেদ। স্থানীয় এক জাপান কোম্পানীতে চাকুরীরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় সকালের দিকে নিহত সাকিল আহমেদ বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে পোড়াদহ বাজারে যাচ্ছিলেন। পথে পোড়াদহ এলাকায় এলে পোড়াদহ থেকে বিপরীত দিক থেকে আসা চাল বোঝায় অবস্থায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সাকিল আহমেদ গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যান । এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।