অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কবির (৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ দুপুরে শাহী মসজিদে এ ঘটনা ঘটে। সে কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামের মৃত মানা মিঞা খাঁ এর ছেলে কবির।
স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের দিকে মানতের জন্য শাহী মসজিদে চার কেজি মাংস বিতরণ করেন স্থানীয় এক কৃষক। পরে ঐ চার কেজি মানতের মাংসকে ভাগাভাগি নিয়ে আসাদ গ্রæপ ও মুরাদ চৌধুরী গ্রæপের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দু’গ্রæপের সংঘর্ষে ঘটে। উক্ত সংঘর্ষে কবির ঠেকাতে আসলে উক্ত আঘাত তার কপালে লাগে এবং ঘটনাস্থলে কবির মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ইবি থানার অফিসার ইনচার্জ জানান মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ ও মুরাদের সংঘর্ষ ঘটে। পরে কবির ঠেকাতে আসলে কবির মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।