এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও সকল শহীদদের স্মরনে নিরবতা পালন,ও আলোচনাসহ নানা কর্মসূচি পালন করে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ। এসময় নবগঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দন্দ্ব থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর ছিলো পুলিশ। দলীয় কার্যালয় এলাকাসহ শহরের বিশেষ বিশেষ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।বন্ধ ছিলো দলীয় কার্যালয়ের আশপাশের দোকানপাট।
তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সভার সকল কাজ শেষ হয়।