বিনোদন ডেস্ক : আজ থেকে ২৬ বছর আগে বলিউড তারকা আমির খানকে একটি চিঠি লিখেছিলেন ঊর্মিলা মাতন্ডকার। সেই চিঠির কথা সম্প্রতি ফাঁস করলেন ঊর্মিলা নিজেই।
ডান্স দিওয়ানে-৩ রিয়ালিটি শোয়ে হাজির হয়ে ঊর্মিলা বললেন, ‘১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা’ ছবিতে কাজ করার সময় আমির খানকে চিঠি লিখেছিলাম। যখন আমি রঙ্গিলার জন্য ডাবিং করছিলাম, তখন আমিরের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। আর আমিরকে একটা চিঠিও লিখি।’
কিন্তু কী ছিল সেই চিঠিতে? ঊর্মিলা বলেন, ‘লিখেছিলাম, তুমি এই অভিনয়ের জন্য অনেক চিঠি পাবে, পুরস্কারও পাবে। আর এটাই তোমার প্রথম অনুরাগীর চিঠি।’
সত্যিই ‘রঙ্গিলা’ ছবিতে আমির খানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকে। তবে শুধু আমির কেন, এই ছবির জন্য ঊর্মিলা মাতন্ডকরও অনেক প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ডান্স দিওয়ানে-৩-র বিশেষ পর্বের জন্য বিচারক হয়ে হাজির হয়েছিলেন ‘রঙ্গিলা’ অভিনেত্রী। সেখানে পারফর্ম করতেও দেখা যায় ঊর্মিলাকে। সূত্র: জি ২৪ ঘণ্টা।