1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া: উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন শেষ হলাে । ভােটকে কেন্দ্র করে শহরের বড় বাজার চেম্বার ভবন এবং আশে পাশের এলাকা ছিল উৎসবমুখর কুষ্টিয়া চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেলের নিরনকুশ বিজয় হয়েছে । এ গ্রপে এবং ‘ বি ’ গ্রুপের একজন করে প্রার্থী ছাড়া সকল প্রার্থীই বিপুল বােটে জয়ী হয়েছেন । চেম্বার ভবনের ৪ র্থ তলায় অনুষ্ঠিত নির্বাচনে ‘ এ ’ গ্রুপের ১২ টি পরিচালক পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন । ‘ এ ‘ গ্রুপের ভােটার ছিল ১৮২৩ জন । এর মধ্যে ভোট দিয়েছেন ১৬৩৭ জন । ভােট বাতিল হয়েহে ৬৪ টি । নির্বাচনে জয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত সাধারন সদস্য প্যানেলের প্রার্থী এস এম আলমগীর আলম প্রান্ত ভােট ১২৮৩ , আলহাজ্ব মােঃ ওমর ফারুক প্রাপ্ত ১২৭৮ ভোট , হাজী মােঃ আখতারুজ্জামান প্রাক্ত জোট ১২৬৩ , প্রকৌঃ সাইফুল আলম মারুফ প্রাপ্ত ভোট ১১৮৯ ভোট , খন্দকার জিয়াদুল হক প্রাপ্ত ভোট ১১৮৩ ভােট , মােঃ জাহিদুর রহমান রানা সােহাগ প্রাপ্ত ভােট ১১৭৩ , মােঃ আব্দুল কাদের জুয়েল প্রাপ্ত ভােট ১১৪১ , মােঃ মেজবার রহমান প্রাপ্ত ভােট ১১২৯ , খন্দকার ইকবাল মাহমুদ প্রান্ত ভােট ১০৯২ , মােঃ শহীদ মুসা মধু প্রাপ্ত ভােট ১০১৬ ভোট , মােঃ ফজলে করিম ৯১০ ভােট এবং ‘ সর্বস্তরের ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থী জাকিরুল ইসলাম ৮৫৩ ভােট পেয়ে জয়ী হয়েছেন । ‘ এ ‘ গ্রপের পরাজিত প্রার্থীদের প্রাপ্ত ভােট মােঃ হাবিবুল আলম ৮৩৩ এবং উত্তম সাহা ৮০৯ , মােঃ আব্দুল লতিফ ৬৬৬ , মােঃ আসাদুল ইসলাম ৬৩৯ , মােখলেসুর রহমান বাবলু ৪৯৯, খন্দকার শওকত আলী টন ৪৬০ , মােঃ হামিদুর রহমান ৫৬২ , আলহাজ্ব আব্দুল মালেক ৩৩৬ , মাঃ মামুনুর রশিদ ঠান্টু ২৫৪ , বিশ্বজিত সাহা সন্টু ২০২ ভােট । এদিকে ‘ বি ’ গ্রপে ভােটার ৬৩৬ জন । ৬ টি পদে পরিচালক নির্বাচনের জন্য প্রার্থী ছিল ১০ জন । বি ‘ গ্রুপে ভােট পড়েছে ৫৮০ টি বাতিল হয়েছে ৯ টি । নির্বাচিত প্রার্থীরা হলেন মাহবুবুর রহমান টিপু প্রাপ্ত ভােট ৪৩০ , শাকিল আহমেদ জালাল ৪২৬ ভােট , মােঃ রফিকুল ইসলাম ৩৭৩ ভােট , হারুন অর রশিদ প্রাপ্ত ভােট ৩৭২ , এস , এম কাদেরী শাকিল প্রাপ্ত ভােট ৩৭০ , মােঃ মতিয়ার রহমান ৩২৭ ভােট পরাজিত প্রার্থীরা হলেন রুহুল আমীন প্রাপ্ত ভােট ৩০৯ , কামাল আহমেদ করিম ৩০৩ ভােট , মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ প্রাপ্ত ভােট ২৭৫ এবং আবু জুবায়েদ রিপন পেয়েছেন ২৫০ ভােট । ট্রেড গুপ’র নির্বাচনে ইতিমধ্যে তিনজন প্রার্থী বিনা প্রতিফন্দিতায় জয়ী হয়েছেন । টেড গ্রুপের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন হাজী মােঃ রবিউল ইসলাম , মােঃ মােয়াজ্জেম হোসেন মােকাররম ও মােঃ আবু জাফর মােল- ।। আজ সভাপতি , সিনিয়র সহসভাপতি সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x