1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০০ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে আড়ুয়াপাড়ায় বাড়ীর পাশে খালের পানিতে পড়ে রিয়াদ গনি(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। শিশুটি আড়ুয়াপাড়া ১নম্বর মসজিদ গলির এলাকার ওসমান গনির ছেলে রিয়াদ গনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় আজ সকালের দিকে শিশু রিয়াদ গনি বাড়ীর সামনে হামুগড়ি দিয়ে খেলা করতে ছিল। তার মা আরজিনা খাতুন রান্নার কাজে ব্যস্ত হলে রিয়াদ গনি হামুগড়ি দিয়ে খেলা করার সময়ে বাড়ীর পাশে খালের কাছে পৌছায় এবং জমাট বাধা খালের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলে শিশু রিয়াদ গনি মারা যায়। পরে পরিবারের স্বজনেরা রিয়াদ গনিকে খোজাখুজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খরব দেন। পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে মডেল থানার অফিসার ্ইনচার্জ ছাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন এবং শিশুটি কিভাবে পানিতে পড়ে গেল তা খতিয়ে দেখবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x