1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

চলন্ত লেগুনায় নারী অচেতন ব্যাগ-মোবাইল উধাও

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানীতে চলন্ত লেগুনার ভেতর অচেতন হয়ে পড়া এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাজারীবাগ সেকশন থেকে যাত্রী বোঝাই করে গুলিস্তানগামী একটি লেগুনার ভেতরেই অচেতন হয়ে পড়েন ওই নারী। তার আনুমানিক বয়স ৩৫ বছর। পরনে রয়েছে রঙের বোরখা।
একই লেগুনার যাত্রী কলেজছাত্র আবু বক্কর জানান, হাজারীবাগ সেকশন থেকে যাত্রী বোঝাই করে একটি লেগুনা ছেড়ে আসে গুলিস্তানের দিকে। লেগুনায় তার পাশেই বসা ছিলেন ওই নারী। হাতে ছিল একটি ব্যাগ ও মোবাইল। চলন্ত লেগুনায় হঠাৎ ওই নারী অচেতন হয়ে পড়েন। পরে গুলিস্তান নগর ভবনের সামনে লেগুনাটি থামলে দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অচেতন অবস্থায় উদ্ধারের সময় তার হাতে থাকা ছোট ব্যাগ ও মোবাইলটি পাওয়া যায়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ভূঁইয়া জানান, ওই নারী চলন্ত লেগুনায় অচেতন হয়ে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে করোনার কারণে এখানে মেডিসিন বিভাগ না থাকায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, অপর যাত্রীদের কাছ থেকে জানা গেছে,ওই নারীর হাতে একটা ছোট্ট ব্যাগ ও মোবাইল ছিল সেগুলি পাওয়া যায়নি। এখন ওই নারী কী কারণে অসুস্থ হয়েছেন চিকিৎসকরা বলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!