1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবেন আগে মনস্থির করুক কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৮ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপি মুল লক্ষ নয়, তাদের উদ্দেশ্যে দুর্নীতিবাজ, তারেক খালেদা, যুদ্ধপরাধী ও জামাতকে রক্ষা করা।
তিনি আজ সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কে.এন.বি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচনকে দেখার মাফকাঠির চশমাটা এখনো ঠিক না, বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবেন আগে মনস্থির করুক।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনু। এসময় জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!