কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে ভাতিজা আনন্দ কুমার বেদের ধারালো অস্ত্রের আঘাতে চাচা প্রশান্ত (৩২) নামে একজন নিহত হয়েছে। আজ বিকালে বৃত্তিপাড়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। সে কুষ্টিয়া ইবি থানাধীন বৃত্তিপাড়া গ্রামের সুশিল ছেলে প্রশান্ত।
স্থানীয় সূত্রে জানায় যাতায়াতের রাস্তা নিয়ে পারিবারিক কলহের জের প্রতিদিন লেগেই থাকতো চাচা ভাতিজার। পুনরায় আজ বিকালে পারিবারিক কলহের জেরে চাচা ভাতিজার কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের ছেলে আনন্দ কুমার ও সত্যেন কুমার বেদ ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারালো হাসুয়া দিয়ে চাচা প্রশান্ত কুমারের মাথায় ও ঘারে কোপ মারে। ঘটনাস্থলে সে রক্তাক্ত অবস্থায় আহত হলে স্থানীয়দের সহয়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রশান্ত মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে লাশ ময়নাতদন্তের মর্গে প্রেরণ করেন।
ইবি থানার অফিসার ইনচার্জ জানান ঘটনার বিষয়ে নিশ্চত করেছেন। তিনি বলেন যারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে অতিদ্রত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।