ইমন, কুষ্টিয়া : ট্রেনে কাটা পড়ে রজব আলী (১০) নামে এক পথশিশুর দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার চড়াইকোল রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় রজবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রজব পথশিশু। তার বাবা-মা ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম রাজু। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, পথশিশু রজপবের বিচ্ছিন্ন হওয়া দুই হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। শিশুটি যন্ত্রণায় চিৎকার করছিল। গুরুত্ব অসুস্থ অবস্থায় উদ্ধার করে রজবকে হাসপাতালে ভর্তি করেন চড়াইকোল রেল স্টেশন এলাকার স্থানীয় বাসিন্দা তুফান হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায় রোববার দুপুর সাড়ে ৩টার দিকে চড়াইকোল রেল স্টেশন এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী চলন্ত ট্রেন থেকে পড়ে রজব নামের ওই পথশিশুর দুই হাত বিচ্ছিন্ন হয়। তারা কুষ্টিয়ায় যাওয়ার জন্য খোকসা থেকে নকশিকাঁথা মেইল ট্রেনে ওঠে। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, চলন্ত অবস্থায় পথশিশু রজব ট্রেন থেকে পড়ে গিয়ে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়। তার পারিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রজবের বাবা ফরিদপুর জেলার বাসিন্দা।