কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের ফ্যালকন সিকিউরিটি লিঃ থেকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ মানববন্ধন করা হয়েছে। আজ সকালে চৌড়হাস ব্রিটিশ আমেরিকা ট্রোবাকোর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানবন্ধনে অংশগ্রহণ করেন ফ্যালকন সিকিউরিটি লিঃ কর্তৃক বি.এ.টি.এর অধীনের শ্রমিকরা।
মানববন্ধনে ভুক্তভোগী শ্রমিকরা জানান, গত ২০২১ সালের ২৬ শে আগষ্ট মাসে হঠাৎ করে একটি নোটিশের মাধ্যমে অনেক শ্রমিকদেরকে ছাটাইয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয় এবং পুনরায় ২০২১ সালের ১লা সেপ্টেম্বরে শ্রমিক নিয়োগ করা হবে উল্লেখ করেন। কিন্তু এখানে অনেক শ্রমিক কাজে যোগদান করতে গেলে তাদেরকে ছাটায় করে উক্ত প্রতিষ্ঠান থেকে বের করে দেন কর্তৃপক্ষের লোকজনরা।
মানবন্ধনে তারা আরও বলেন এ বয়সে পরিবার স্বজনদের মুখে কি তুলে দিবেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষন করেছেন ফ্যালকন সিকিউরিটি লিঃ এর ছাটাইকৃত শ্রমিকরা।