1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

দন্ডিত খালেদার পাল্লায় গণতন্ত্রকে না মাপতে বিএনপির প্রতি আহবান: কুষ্টিয়ায় ইনু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : দন্ডিত খালেদার পাল্লায় গণতন্ত্রকে না মাপতে বিএনপির প্রতি আহবান জানিয়ে জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দন্ডিত অপরাধী রাজাকার জঙ্গী জামাতকে ত্যাগ করে সাফ সুত্রা পরিষ্কার হয়ে রাজনীতির মাঠে আসেন। জঙ্গী, জামাত ও দন্ডিত অপরাধীদের সঙ্গী করে গনতন্ত্র হয়না।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে ইনু বলেন বিএনপি একমুখে নির্বাচনের কথা বলবে আরেক মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রকল্প গ্রহন করবেন। অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রকল্প নিয়ে বিএনপি যতদিন নাড়াচারা করবে ততদিন গণতন্ত্রের কথা না বলার আহবানও জানান ইনু।
এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কলেজের অধ্যক্ষ মোহাঃ আহসান উল হক খান চৌধুরী, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!