1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ৯, নিখোঁজ ১১

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫৪ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঘুর্ণিঝড় কম্পাসু আঘাত হেনেছে ফিলিপাইনের উপকূলে। এতে প্রাণ হারিয়েছেন ৯ জন এবং নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফিলিপাইনের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আছড়ে পড়ে কম্পাসু। এই ঝড়টির আগে আর একটি ছোট ঘুর্ণিঝড় দানা বাঁধছিল, সেটিকে গ্রাস করে নেয় কম্পাসু। ফলে তার শক্তি বেড়েছে কয়েকগুণ।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ফিলিপাইনের যেসব এলাকায় সরাসরি আঘাত হেনেছে কম্পাসু, ঝড় বয়ে যাওয়ার সময় সেসব স্থানে বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) বেশি।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঝড়ো বাতাস ও মুষলধারে বর্ষণের প্রভাবে সৃষ্ট ভূমিধসে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জনের মৃত্যু হয়েছে। একই কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।
এছাড়া, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ আছেন ১১ জন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x