1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

রাতে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৮৫ বার নিউজটি পড়া হয়েছে

ঢাকা অফিস : আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল টুর্নামেন্ট খেলার আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজ মঙ্গলবার লাল-সবুজ জার্সিধারীদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় আবু ধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচ।
আইসিসি ইভেন্টের ম্যাচ হলেও প্রস্তুতি ম্যাচগুলো টিভিতে দেখা যাবে না। তবে বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচ দুটি সম্প্রচার করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা পারেনি।
ওয়ার্মআপ ম্যাচ হওয়ায় সেরা একাদশ নিয়ে মাঠে নামছে না বাংলাদেশ। আইপিএলের কারণে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। সোমবার রাতে সাকিবের ব্যাটে চড়েই কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার তারা দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে দ্বিতীয় কোলিফায়ারে মুখোমুখি হবে। কলকাতা ফাইনাল খেললে শুধু শ্রীলঙ্কা নয়,আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাবেন না সাকিব।
অন্যদিকে টানা খেলার মধ্যে থাকা মোস্তাফিজকেও ম্যাচ খেলানোর প্রয়োজন মনে করছেন না টিম ম্যানেজমেন্ট। সোমবার দলের সঙ্গে অনুশীলন করলেও মঙ্গলবার তাকে বিশ্রামে রেখে মাঠে নামবে। অন্যদিকে পিঠের ব্যথার কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষেও।
দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘লম্বা টুর্নামেন্ট। মাহমুদউল্লাহকে আমাদের প্রয়োজন। তাই তাকে নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাকে বিশ্রামে রাখা হবে।’
প্রস্তুতি ম্যাচ হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। রিজার্ভ বেঞ্চে থাকা রুবেল হোসেনকে মাঠে দেখার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া তাসকিনকেও দেখা যাবে প্রস্তুতি ম্যাচে। ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেলেও সৌম্য, মুশফিক, আফিফ- কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মূল মঞ্চে যাওয়ার আগে তাদের সামনে ফর্মে ফেরার সুযোগ।
এদিকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দলটিও বেশ সমৃদ্ধ। দাসুন শানাকার নেতৃত্বে তারুণ্য নির্ভর দল গড়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সম্প্রতি ঘরের মাঠে ভারত ও দ.আফ্রিকাকে হারিয়েছে তারা। ব্যাটিং বিভাগে তাদের ভরসা দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভা। বোলিংয়ে দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা ও আকিলা ধনাঞ্জয়া বেশ ভয়ঙ্কর। বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!