আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়া পুরাতন বাঁধপাড়া এলাকায় গলায় ওরনা পেচিয়ে আখি খাতুন(১৯) নামে এক গৃহবধু আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ (বুধবার) সকাল ৭.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। সে শহরের পুরাতন বাঁধাপাড়ার সুজন শেখের স্ত্রী আখি খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ৪ বছর আগে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের এলাকার করম আলীর মেয়ে আখি খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধুর স্বামী সুজন শেখের সাথে মাঝে মধ্যে সাংসারিক প্রয়োজনে ঝগড়া লেগেই থাকতো। স্বামীর উপর অভিমান করে শ্বশুরালয়ে গৃহবধু ঘরের ডাবের সাথে গলায় ওরনা জড়িয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
আখি খাতুনের মা আলেয়া খাতুন বলেন জামাই সুজন শেখ তার মেয়ে আখি খাতুনকে মারধর করে মেরে ফেলা হয়েছে এবং ঘরের ডাবের সাথে ওরনা দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন গৃহবধু আখি খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।